কলকাতা, ১৭ মে : আবারও গরমের দাপট ফিরেছে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গে। বাতাসে বাড়তি আর্দ্রতার ফলে রয়েছে অস্বস্তিও। সকাল হতে না হতেই রোদের তেজ, বৃষ্টিরও দেখা নেই বেশ কিছু দিন ধরে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বরং বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ার কারণে ভ্যাপসা গরম বাড়তে থাকবে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ২.৫ ডিগ্রি বেশি।
তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও গরম বেড়েছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আর শনি এবং রবিবার তাপপ্রবাহের পূর্বাভাস দক্ষিণবঙ্গের চার জেলায়। দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমানেও থাকবে গরম। আগামী তিন দিন রাজ্যে তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সোমবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিক্ষিপ্ত ভাবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে সব জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। তার পর ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। সেই ইঙ্গিতও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।