kolkata

1 year ago

CV Ananda Bose:কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেন!রেলের কাছে ‘আবদার’ বোসের

CV Ananda Bose
CV Ananda Bose

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ব্যান্ডেল স্টেশনের আধুনিকীকরণ শিলান্যাস অনুষ্ঠানে এসে রেলের কাছে কলকাতা-দার্জিলিং সম্প্রীতি ট্রেনের আবেদন করলেন রাজ্যপাল। 

কলকাতার  রাজভবন থেকে দার্জিলিঙের রাজভবনে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য শান্তি ও সম্প্রীতি ট্রেন দেওয়ার জন্য পূর্ব রেলের জিএম মিলিন্দ কে দেওস্করকে অনুরোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, "দার্জিলিঙে প্রতিবছর চা উৎসব হয়। সেই উপলক্ষে সমাজের বিভিন্ন অংশের মানুষ কলকাতা রাজভবন থেকে দার্জিলিং রাজভবনের অতিথি হবেন। তাদের জন্য প্রতিবছর একটি বিশেষ ট্রেন দেওয়া হোক।"

সোমবার প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শিলান্যাস অনুষ্ঠান নির্ধারিত সময়ের কিছুটা পরে শুরু হয়। রাজ্যপাল তাঁর নির্দিষ্ট সময়েই ব্যান্ডেল স্টেশনে চলে আসেন। বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখেন। স্থানীয় স্কুলের শিশুদের হাতে পুরস্কার তুলে দেন। রাজ্য পাল রাজভবনে আমন্ত্রণ জানান পাঁচজন সাধারণ মানুষ ও পাঁচজন রেলকর্মীকে। রেলের তরফে যেন সেই ব্যবস্থা করা হয়। রাজ্যপাল বলেন, ব্যান্ডেল স্টেশন থেকে তাঁর যাত্রা শুরু হল। ব্যান্ডেল রেল স্টেশন থেকেই উন্নয়নের পথে এগিয়ে চলার বার্তা দেন তিনি। 

ব্যান্ডেলের পাশাপাশি অমৃত ভারত প্রকল্পে আধুনিকীকরণ হবে চন্দননগর ও ডানকুনি স্টেশনেরও। তারও শিলান্যাস হয় এদিন। ব্যান্ডেলে ৩০৭ কোটি, চন্দননগরে ১৮ কোটি, ডানকুনিতে ১৫ কোটি টাকা খরচ হবে। তিন স্টেশনেই এদিন রেলের আধিকারিকরা উপস্থিত ছিলেন।


You might also like!