kolkata

1 year ago

Shahjahan Sheikh:শাহজাহান গ্রেপ্তার হতেই উৎসব সন্দেশখালিতে,উলুধ্বনি, শঙ্খনাদের সঙ্গে চলল মিষ্টিমুখ, আবির খেলা

After receiving the news of Shah Jahan's arrest, Mishtimukh Sandeshkhali residents.
After receiving the news of Shah Jahan's arrest, Mishtimukh Sandeshkhali residents.

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক সপ্তাহ ধরেই তাঁকে নিয়ে চর্চা ছিল অব্যাহত। অবশেষে ৫৫ দিন পরে গ্রেপ্তার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শাহজাহান শেখ (Shahjehan Sheikh)। আর তাঁর গ্রেপ্তারির পরই উৎসবের আমেজ সন্দেশখালিতে। রীতিমতো লাড্ডু বিলি হচ্ছে সেখানে। চলছে বাজি ফাটানো।রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন শাহজাহান। আর সেই খবরে কার্যত হাঁপ ছাড়ছে সন্দেশখালি। গ্রেফতারির খবর পেতেই বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। ভোজাপাড়ায় উৎসবে মাতেন গ্রামবাসীদের একটি অংশ। একে অপরকে মিষ্টিমুখ করাতে দেখা যায়। মহিলারা নিজেদের মধ্যে আনন্দে আবিরও খেলেন। লাল, সবুজ আবির একে অপরকে মাখিয়ে দেন তাঁরা। অনেক মহিলাকে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিও দিতে দেখা যায়।

ভোজাপাড়ায় বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে আনন্দে মাতোয়ারা এক মহিলা বলেন, ‘‘শাহজাহানকে গ্রেফতার করা হয়েছে, এই খবর শোনার পর আমরা আনন্দ করছি। সন্দেশখালিতে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হল। এ বার আশা করছি, সব ভাল হবে।’’

শুধুমাত্র ভোজাপাড়াই নয়, শাহজাহানের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে মেতেছে কার্যত গোটা সন্দেশখালি। প্রসঙ্গত, আগেই গ্রেফতার হয়েছেন শাহজাহানের দক্ষিণ হস্ত বলে পরিচিত শিবপ্রসাদ হাজরা এবং উত্তম সর্দার। পুলিশ গ্রেফতার করেছে অজিত মাইতি নামে এক তৃণমূল নেতাকেও। কিন্তু ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনার পর ৫৫ দিন কেটে গেলেও নাগালের বাইরেই ছিলেন শাহজাহান। বুধবার হাই কোর্ট নির্দেশ দিতেই কয়েক ঘণ্টার মধ্যে রাজ্য পুলিশ গ্রেফতার করল শাহজাহানকে।


You might also like!