kolkata

1 year ago

Tathagata Roy:সন্দেশখালিতে সশস্ত্র বাহিনীর এএফএসপিএ দাবি তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ১৭ মে  : ফের সন্দেশখালির জন্য সশস্ত্র বাহিনীর বিশেষ সুরক্ষা আইন (এএফএসপিএ) দাবি করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। গত ২১ ফেব্রুয়ারিও তিনি এক্স হ্যান্ডলে এই দাবি করেছিলেন।শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “আগেও বলেছি আবারও বলছি। পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের প্রয়োজন নেই কারণ এটি মমতাকে শহীদ করবে। এখন পর্যন্ত তিনি লাগামহীন দুর্নীতি ও নির্যাতনের নেত্রী হিসেবে উন্মোচিত হয়েছেন। অন্যদিকে, সন্দেশখালির মতো এলাকায় এএফএসপিএ দরকার। এখনই।”

এদিন অপর একটি এক্স হ্যান্ডলে তথাগতবাবু লিখেছেন, “তৃণমূল নেতা আনোয়ার খানের সঙ্গে কলকাতা পুলিশের এসিপি পি পি দাসের গোপন বৈঠকের ছবি ক্যামেরায় ধরা পড়ে গেছে। তাইতে ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ বলেছেন, “আনোয়ার তেমন কোন পদাধিকারী নন”। কিন্তু কে-এক গঙ্গাধর কয়াল তেমন এক বিজেপি পদাধিকারী যে তাঁর কথায় মহাত্মা শাজাহানের খুন-ধর্ষণ-জমি দখলের কেস উল্টে যাবে? কী অতীনবাবু?”

প্রসঙ্গত, ভিডিয়োতে ধরে রাখা গঙ্গাধর কয়ালের একটি বিবৃতিকে কেন্দ্র করে কিছুদিন ধরে তৃণমূল লাগাতার দাবি করছেসন্দেশখালির ব্যাপারে গ্রামের মহিলাদের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। অন্যদিকে, গ্রামের অভিযোগকারী মহিলারা এবং বিজেপি দাবি করছে, তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত।


You might also like!