Game

3 hours ago

La Liga: এমবাপের গোলে এস্পানিওলকে হারিয়ে লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

Kylian Mbappe
Kylian Mbappe

 

মাদ্রিদ, ২১ সেপ্টেম্বর : ফর্মে থাকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপের গোলে রিয়াল মাদ্রিদ শনিবার এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে তাদের লিড আরও বাড়িয়েছে। ম্যাচের ২২ মিনিটে এডার মিলিতাও গোলের সূচনা করেন, আর এমবাপে দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের বাইরে থেকে দ্বিতীয় গোলটি করেন। রবিবার গেটাফের আতিথ্যকারী দ্বিতীয় স্থান অধিকারী চ্যাম্পিয়ন বার্সিলোনার থেকে মাদ্রিদ পাঁচ পয়েন্ট এগিয়ে। ইংল্যান্ডের আন্তর্জাতিক জুড বেলিংহাম চূড়ান্ত পর্যায়ে বিকল্প খেলোয়াড় হিসেবে দেরিতে নামেন, গ্রীষ্মে কাঁধের অস্ত্রোপচারের পর এটি তার প্রথম।

You might also like!