বার্লিন, ৬ আগস্ট : ইউরো জিততে না পারলেও জার্মানির জাতীয় দলের টনি ক্রুস এবার ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন।২০২৩-২৪ মরসুমের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন ক্রুস।
জার্মানির ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ও ফুটবল ম্যাগাজিন কিকারের এই পুরস্কারটি দ্বিতীয়বারের মতো দিলেন টনি ক্রুসকে । ২০১৮ সালেও তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন।
বর্ষসেরা খেলোয়াড় হওয়ার জন্য যারা দাবিদার ছিলেন তারা হলেন -বেয়ার লেভারকুসেনের দুই ফুটবলার ফ্লোরিয়ান উইর্টজ ও গ্রানিত জাকা। ক্রসের ২৮৫ ভোটের বিপরীতে জার্মানির ফরোয়ার্ড ফ্লোরিয়ান পেয়েছেন ২৪৬ ভোট আর সুইজ্যারল্যান্ডের মিডফিল্ডার জাকা পেয়েছেন ৬৬ ভোট।
অন্যদিকে জার্মানির বর্ষসেরা কোচ হয়েছেন জাবি আলোনাসো। লেভারকুসেনকে প্রথমবারের মতো বুন্দেসলিগা জেতান স্প্যানিশ কোচ। তার ৫০৩ ভোটের বিপরীতে হেইডেনহেইমের কোচ ফ্রাঙ্ক স্মিট ৫০ আর স্টুটগার্টের কোচ সেবাস্টিয়ান হোনেস পেয়েছেন ৪২ ভোট।