Entertainment

3 hours ago

Samantha Ruth Prabhu:সামান্থার জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতা, কী এমন হয়েছিল জানালেন

Samantha Ruth Prabhu
Samantha Ruth Prabhu

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে ব্যক্তিগত জীবনের ওঠাপড়ার মধ্যে সামান্থা রুথ প্রভু এবার নিজের কষ্টের কাহিনী প্রকাশ করলেন। নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর সামান্থা রুথ প্রভুকে মোটা অঙ্কের ভরণপোষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন আক্কিনেনি পরিবারকে। কিন্তু বিচ্ছেদের প্রভাব মানসিকভাবে তাকে গভীরভাবে বিপর্যস্ত করেছিল। শারীরিক অসুস্থতাও ধরা পড়ে। নিজেকে সামলাতে তিনি নাগের সাহচর্য চেয়েছিলেন, কিন্তু তা পাননি। এই অভিজ্ঞতার পর খোরপোশও প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। এবার তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতা ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে সরাসরি মুখ খুললেন।

সামান্থা নাকি ভীষণ অঙ্ক কষে চলতে ভালবাসতেন। সারা ক্ষণ ইঁদুরদৌড়ে থাকতেন। অভিনেত্রী বলেন, ‘‘আমি ভাবতাম বড় তারকা হতে গেলে বছরে পাঁচটা ছবি করতে হবে। বাণিজ্যসফল ছবি দিতে হবে। বড় তারকাদের তালিকায় নিজেকে রাখতে হবে। প্রতি শুক্রবারের সাফল্যের উপর নির্ভর করত আমার জীবন। প্রতি মুহূর্তে ভয় পেতাম, যে কোনও সময় আমার জায়গা হয়তো অন্য কেউ নিয়ে নেবে।’’ যদিও ব্যক্তিগত জীবনের কঠিন সময় তাঁকে মানুষ হিসাবে শান্ত করেছে। অভিনেত্রী জানান, ‘‘গত দু’বছর ধরে আমার কোনও ছবি মুক্তি পায়নি। বড় ছবি নেই। কিন্তু আমি ভীষণ আনন্দে আছি।’’

You might also like!