শিমলা, ১৪ সেপ্টেম্বর: প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টিতে হিমাচল প্রদেশে এবার বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও বন্ধ রয়েছে অনেক রাস্তা। বহু রাস্তা বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকদের। ফসল ক্ষেতেই নষ্ট হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ সবজির দামই আকাশছোঁয়া। লেটুস, ব্রকলি ইত্যাদি বিদেশী সবজির দাম হিমাচল প্রদেশে এখন আকাশছোঁয়া। অথচ এই সবজিগুলি হিমাচলেই চাষ করা হয়।
লাহুল-স্পিতি থেকে সবজি পরিবহনের সুবিধার্থে মানালি এবং লাহুলের মধ্যে সড়ক যোগাযোগ পুনরুদ্ধার করা হয়েছে, তবে পচনশীল পণ্যের দাম অস্বাভাবিকভাবেই বেশি। এরইমধ্যে ১.৫৭ কোটি আপেলের বাক্স বিক্রি হয়েছে। তবে, আপেল চাষীরা জানাচ্ছেন, মরশুমের মাঝামাঝি সময়ে বেশ কয়েকটি সড়ক বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁরা মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছেন।