Entertainment

2 hours ago

Illegal Betting App Case: অঙ্কুশকে সমন ইডি-র, মঙ্গলবার হাজিরার নির্দেশ উর্বশীকেও

Enforcement Directorate summoned Ankush Hazra and Urvashi Rautela
Enforcement Directorate summoned Ankush Hazra and Urvashi Rautela

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : বেআইনি বেটিং অ্যাপ-কাণ্ডে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ১৬ সেপ্টেম্বর, মঙ্গলবার অঙ্কুশকে দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। ওই একই দিনে এই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশীকেও ডেকে পাঠিয়েছে ইডি। সোমবার ইডি সূত্রে জানা গিয়েছে, টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলাকে মঙ্গলবার দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। উভয়কে বেটিং অ্যাপ মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে।

You might also like!