Game

1 hour ago

Hardik Pandya: ভারতের সর্বকালের টি-২০ উইকেটের তালিকায় চাহালকে টপকে দ্বিতীয় স্থানে হার্দিক

Hardik Pandya
Hardik Pandya

 

দুবাই, ২২ সেপ্টেম্বর : রবিবার দুবাইতে এশিয়া কাপ ২০২৫ সুপার ফোরের ম্যাচে হার্ডিক পান্ডিয়া তাঁর ৯৭তম টি-২০ উইকেটে পৌঁছেছেন। এই অসাধারণ পারফর্মেনসের মাধ্যমে, এই অলরাউন্ডার যুজবেন্দ্র চাহালকে টপকে ভারতের হয়ে সর্বকালের টি-২০ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন, আরশদীপ সিংয়ের পরে। এই পেসার তাঁর দ্বিতীয় ওভারে ফখর জামানের উইকেট তুলে নেন, গতি পরিবর্তনের মাধ্যমে বাইরের প্রান্তে বল তুলে নেন, যা স্টাম্পের পিছনে সঞ্জু স্যামসন তুলে নেন। নিয়মিত ওপেনার সাইন আইয়ুবের টানা তিনটি রান শূন্য হওয়ার পর অভিজ্ঞ এই বাঁ-হাতি ব্যাটসম্যানকে ওপেনিংয়ে উন্নীত করা হয়।

ভারতের হয়ে সর্বাধিক টি-২০ উইকেট:

*আরশদীপ সিং - ১০০

*হার্দিক পান্ডিয়া - ৯৭*

*যুজবেন্দ্র চাহাল - ৯৬

*জসপ্রীত বুমরাহ - ৯২

*ভুবনেশ্বর কুমার - ৯০

You might also like!