Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Entertainment

3 hours ago

Deepika-Katrina Kaif-Vicky Kaushal: রণবীরের সঙ্গে তিক্ততা অতীত, ক্যাটরিনাকে মাতৃত্বের শুভেচ্ছা দীপিকার!

Deepika Padukone
Deepika Padukone

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সন্তানের আগমনের খবর জানিয়েছেন সেলেব দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর গোটা বলিউড তাদের শুভেচ্ছায় ভাসিয়ে দিয়েছে, যার মধ্যে ছিলেন রণবীর, জয়া ও দীপিকা পাড়ুকোনরাও। এদিন ক্যাটরিনাকে ইনস্টাগ্রামে অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়ে কমেন্টবক্সে দীপিকা নজরকাঠি এঁকে দেন। অতীতের দ্বন্দ্ব ভুলে এখন দুজনেই নিজের জীবন উপভোগ করছেন। একসময় রণবীর কাপুরের সঙ্গে সম্পর্ক নিয়ে দুই নায়িকার মধ্যে কম টানাপোড়েন হয়নি। দু’জনই রণবীরের প্রাক্তন। দীপিকা-ক্যাটরিনার সম্পর্কও বেশ তিক্ত হয়েছে একসময়। এবার সেই দ্বন্দ্ব ভুলে ক্যাটকে শুভেচ্ছা জানালেন দীপিকা।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরেই মা হয়েছেন দীপিকা। দুয়াজননী এখন চুটিয়ে উপভোগ করছেন মাতৃত্ব। কাজ থেকেও নিয়েছেন কিছুটা বিরতি। অন্যদিকে দীপিকার পাশাপাশি ক্যাটরিনাকে শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্কা শর্মাও। বর্তমানে বিরাটঘরনিও দুই সন্তানের মা। পরিবারই তাঁর কাছে এখন সবথেকে গুরুত্ব পায়। বলে রাখা ভালো, মাসখানেক ধরেই বলিউডের অন্দরে ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন। সম্প্রতি সেই জল্পনাযজ্ঞে ঘৃতাহূতি পড়ে কৌশল পরিবারের এক ঘনিষ্ঠের মন্তব্যে। জানা গিয়েছে, অভিনেত্রীর গর্ভাবস্থার চূড়ান্ত পর্যায় চলছে। অক্টোবর মাসেই ভিকি-ক্যাটরিনার সংসার আলো করে জন্ম নেবে প্রথম সন্তান। যদিও পরিবারের তরফে এযাবৎকাল মুখে কুলুপ ছিল! তবে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর আদুরে ছবি শেয়ার করে সুখবর দিলেন ভিকি-ক্যাটরিনা। ঘনিষ্ঠ সূত্র মারফৎ আগেই জানা গিয়েছে যে, অক্টোবর মাসের ১৫ তারিখ থেকে ৩০ তারিখের মধ্যে সেলেব দম্পতির প্রথম সন্তান ভূমিষ্ঠ হবে বলে জানানো হয়েছে চিকিৎসকের তরফে।

বিয়ে আর মাতৃত্ব আজকাল বিনোদন জগতে স্বাভাবিক বিষয় হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। আগে বলিউডে কোনো অভিনেত্রীর বিয়ে বা সন্তানের কারণে তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব পড়ত, কিন্তু এখন সেই সময় অতীত হয়ে গেছে। এখন নায়িকারা বিয়ে থেকে মাতৃত্ব সবটাই সাড়ম্বরে উদযাপন করেন, যেখানে হারানোর ভয় বা ক্যারিয়ার ছেড়ে দেওয়ার আশঙ্কা থাকে না। এর আগে অনুষ্কা শর্মা, দীপিকা পাড়ুকোনরা এই পথ চলেছেন। সম্প্রতি দুই থেকে তিন হওয়ার খবর দিয়েছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। গত বছর ঠিক এই সময়ই তিনি মা হয়েছিলেন।

You might also like!