Entertainment

1 hour ago

Shraddha Kapoor: পুজোর আনন্দমুখর মুহূর্তে শ্রদ্ধা কপূর বিয়ের পথে, প্রেমের গল্পে নতুন অধ্যায়

Shraddha Kapoor
Shraddha Kapoor

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:‘না’, ‘না’ করতে করতে অবশেষে ‘হ্যাঁ’ করে দিলেন নায়িকা শ্রদ্ধা কপূর! পুজোর আবহে বলিউডে খুশির ঢেউ, এবং যদি সব ঠিক থাকে, বছরশেষে শ্রদ্ধার বিয়ের সানাই বাজতে পারে। এই বছরের শেষ বড় প্রেমের খবরকে ঘিরে জল্পনা, প্রশ্নই উঠছে—সাতপাক ঘুরতে যাচ্ছেন তিনি কার সঙ্গে?

কানাঘুষোর মাধ্যমে জানা যাচ্ছে, নায়িকা শ্রদ্ধা কপূর বিয়ে করতে চলেছেন লেখক রাহুল মোদীর সঙ্গে! এই আভাস নিজেই দিয়েছেন ‘স্ত্রী’খ্যাত নায়িকা। রাহুলের সঙ্গে শ্রদ্ধাকে বিমানে করে নানা জায়গায় একসঙ্গে যেতে দেখা গেছে, প্রায়শই পাশাপাশি বসে। সেই মুহূর্তের ছবি ভাইরাল হয়ে গিয়েছে বিমানসেবিকাদের দৃষ্টি আকর্ষণে। তখন থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, লেখক ও নায়িকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব নয়।

এর পর নানা সাক্ষাৎকারে সম্পর্ক নিয়ে, বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়েছে শ্রদ্ধাকে। তিনি এড়িয়ে গিয়েছেন। অবশেষে সাম্প্রতিক একটি ভিডিয়োয় দেখা গিয়েছে রাহুল তাঁর ‘প্রিয় বান্ধবী’র কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। শ্রদ্ধা খেতে বসেছেন। লেখক সেই মুহূর্ত ক্যামেরায় ধরতেই লজ্জায় ‘হ্যাট’ বলে উঠেছেন নায়িকা। তার পরেই বলিউডে গুঞ্জন, ক্রমশ নিজেদের প্রেম প্রকাশ্যে আনছেন যুগলে। তা হলে কি শীঘ্রই বিয়ের পিঁড়িতে তাঁরা? এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

You might also like!