Country

2 hours ago

Indian Parliament news:এসআইআর ইস্যুতে উত্তাল সংসদ, দফায় দফায় মুলতুবি উভয় সভার কাজ

Parliament turmoil
Parliament turmoil

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরোধিতায় বিরোধীদের তুমুল হইহট্টগোলে মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। মঙ্গলবার অধিবেশন শুরু হওয়ার পর থেকেই এই ইস্যুতে স্লোগান দিতে থাকেন বিরোধীরা, ব্যাপক হইহট্টগোলের কারণে প্রথমে দুপুর বারোটা ও পরে দুপুর দু'টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন। পরে চারটে পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়।

রাজ্যসভাতেও একই পরিস্থিতি ছিল। বিরোধীদের হইচইয়ের কারণে রাজ্যসভার অধিবেশনও মঙ্গলবার দুপুর দুটো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয়।

You might also like!