দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ফের বাংলার প্রতি বিরূপ মনোভাবের অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে। দরিদ্র মানুষের রোজগারের অন্যতম ভরসা ১০০ দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। দুর্নীতির অভিযোগে কড়া ভর্ৎসনার পাশাপাশি প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, আমজনতার কর্মসংস্থানকে প্রাধান্য দিতে হবে এবং আগস্ট থেকেই প্রকল্প চালু করতে হবে। কিন্তু সেই নির্দেশকে মানতে নারাজ কেন্দ্র। সোমবারই সুপ্রিম কোর্টে ওই রায়কে চ্যালেঞ্জ জানায় তারা। ইতিমধ্যেই মামলা গ্রহণ করেছে শীর্ষ আদালত, চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা রয়েছে।
১০০ দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র-রাজ্যের দ্বন্দ্ব নতুন কিছু নয়। গত তিন বছর ধরেই মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের আওতায় বাংলার শ্রমিকরা তাঁদের প্রাপ্য মজুরি পাচ্ছেন না। বকেয়ার অঙ্ক ক্রমশই বাড়ছে। এই নিয়ে বরাবর সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। শ্রমিকদের প্রাপ্য অর্থ আটকে দেওয়ার প্রতিবাদে বহুবার আন্দোলন করেছে দলটি। এমনকি দিল্লিতে গিয়ে কেন্দ্রের দোরগোড়ায় দাবি তুলেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রীকে চিঠি লিখে বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়েছেন। তবে জনমুখী এই প্রকল্প সচল রাখতে তৃণমূলের যাবতীয় প্রচেষ্টা কার্যত ব্যর্থ করেছে কেন্দ্রীয় সরকারের একগুঁয়েমি। কেন্দ্রের পক্ষ থেকে পালটা অভিযোগ, বিভিন্ন জেলায় ১০০ দিনের কাজের অর্থ নিয়ে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই কারণেই আপাতত অর্থবরাদ্দ বন্ধ রাখা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় প্রতিনিধিদের।