Country

2 hours ago

VP poll 2025 India:উপরাষ্ট্রপতি ভোটে ইন্ডি জোটের প্রার্থী বি সুদর্শন রেড্ডি, চাইলেন সবার সমর্থন

Vice Presidential election 2025
Vice Presidential election 2025

 

নয়াদিল্লি, ১৯ আগস্ট : উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচনে বড় চমক বিরোধী শিবিরের। এই ভোটে সি পি রাধাকৃষ্ণনকে প্রার্থী করেছে এনডিএ। বর্ষীয়ান এই নেতার বিপক্ষে বিরোধী ইন্ডি জোট প্রার্থী করল বি সুদর্শন রেড্ডিকে। যিনি একসময় সুপ্রিম কোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন। ছিলেন গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি পদেও। উপরাষ্ট্রপতি পদে ইন্ডি জোটের প্রার্থী হিসেবে প্রাক্তন বিচারপতি রেড্ডির নাম মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

এক সময় দক্ষ হাতে বিচারের দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে অবসর নেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি পদ থেকে। এবার ভোটের ময়দানে এনডিএ প্রার্থীকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ি দিতে তিনি যে প্রস্তুত, তা প্রথম দিনেই বুঝিয়ে দিলেন সুদর্শন রেড্ডি। শুধু বিরোধী নয়, উপরাষ্ট্রপতি পদে বিরোধীদের সমর্থনও চাইলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, "এই ভোট হতে চলেছে নীতির লড়াই। গণতান্ত্রিক মূল্যবোধ এখন সঙ্কটে। সমস্ত বিরোধী দল মিলে প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।"

You might also like!