নয়াদিল্লি, ১১ আগস্ট : নির্বাচন কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর অভিযোগ, মিল্কিপুর উপনির্বাচনে ভোট লুট হয়েছে। সোমবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি অখিলেশ বলেছেন, "নির্বাচন কমিশনের দিকে আঙুল তোলার ঘটনা এই প্রথম নয়। সমাজবাদী পার্টি নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের কথা বহুবার তুলেছে। পুলিশ সাধারণ পোশাকে ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন এবং বিজেপির পক্ষে সর্বাধিক ভোট নিশ্চিত করার জন্য কাজ করছিলেন। মিল্কিপুর উপনির্বাচনে ভোট লুট করা হয়েছিল।"
অখিলেশ আরও বলেছেন, "আমরা স্বস্তি বোধ করছি যে, কর্ণাটকে অন্তত কংগ্রেস সরকার আছে। আমরা যদি উত্তর প্রদেশে সরকারে থাকতাম, তাহলে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতাম। আমরা আশা করি কংগ্রেস দল অসৎ আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।"