Country

3 hours ago

Vice President election 2025:উপরাষ্ট্রপতি নির্বাচন: বিরোধীদের NDA প্রার্থীর পাশে দাঁড়াতে বললেন মোদি

Vice Presidential election
Vice Presidential election

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের সমর্থন নিশ্চিত করতে সরাসরি মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গেছে, এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণকে যেন সব রাজনৈতিক দলই সমর্থন করে, সেই অনুরোধ জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে, রাধাকৃষ্ণণ একেবারেই মাটির মানুষ, যিনি সারা জীবন বিতর্ক এড়িয়ে চলেছেন। তাই উপরাষ্ট্রপতির আসনের জন্য তিনি অনন্য যোগ্য প্রার্থী।জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব এনডিএ-র তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। অন্যদিকে নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কিরেন রিজিজুকে। উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে রবিবার সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোরকদমে নেমে পড়েছে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয় সে আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

এবার সরাসরি ময়দানে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে সাক্ষাৎ করে এক্স হ্যান্ডেলে তাঁর ভূয়সী প্রশংসা করেন তিনি। আর মঙ্গলবার খোলাখুলিভাবে এনডিএ প্রার্থীর হয়ে সওয়াল করলেন মোদি। বিরোধীদের উদ্দেশে তাঁর আবেদন, উপরাষ্ট্রপতি নির্বাচনে যেন রাধাকৃষ্ণণকেই সমর্থন করা হয়। কারণ জীবনের প্রতিটি ক্ষেত্রে বিতর্ক এড়িয়ে চলেছেন এই প্রার্থী, তাই তিনি যোগ্যতম। পাশাপাশি এও মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী যে, বিরোধীদের সঙ্গে এই প্রসঙ্গে যোগাযোগ রাখছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

যদিও সে অনুরোধ ইন্ডিয়া জোট রাখবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। কারণ এই নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়েছে ইন্ডিয়া শিবিরে। বিরোধীপক্ষে কানাঘুষো, ইন্ডিয়া জোটের উপরাষ্ট্রপতি প্রার্থী হচ্ছেন ডিএমকের রাজ্যসভার সাংসদ তিরুচি সিবা। সূত্রের দাবি, রাধাকৃষ্ণণের প্রতিপক্ষ হিসাবে দক্ষিণের রাজ্য তামিলনাড়ুরই একজন রাজনীতিবিদকে প্রার্থী করে পালটা চাল দিতে চাইছে বিরোধী জোট।


You might also like!