Country

6 hours ago

Rahul Gandhi: এক ব্যক্তি, এক ভোট সংবিধানের ভীত, রাহুল গান্ধী

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : এক ব্যক্তি, এক ভোট সংবিধানের ভীত, এসআইআর-এর বিরোধিতা করে এই মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, "আমরা সংবিধান রক্ষা করছি। এক ব্যক্তি, এক ভোট হলো সংবিধানের ভীত। নির্বাচন কমিশনের কর্তব্য হলো এক ব্যক্তি এক ভোট কার্যকর করা, কিন্তু তারা নিজেদের দায়িত্ব পালন করেনি। আমরা সংবিধান রক্ষা করছি এবং আমরা তা করে যাব।"

রাহুল গান্ধী আরও বলেছেন, "বেশ কিছু আসন আছে। জাতীয় স্তরে এটি পদ্ধতিগতভাবে করা হচ্ছে। নির্বাচন কমিশন এটা জানে, এবং আমরাও জানি। আগে, কোনও প্রমাণ ছিল না, কিন্তু এখন আমাদের কাছে প্রমাণ আছে। আমরা সংবিধান রক্ষা করছি, এবং আমরা এটি করে যাব। আমরা থামব না।"


You might also like!