শিমলা, ১৯ আগস্ট: গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। এর মধ্যেই সোমবার গভীর রাতে কুল্লু জেলার কানোন গ্রামে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়। তার জেরে হড়পা বানে ভেসে গিয়েছে সেখানকার একটি সেতু এবং অন্তত তিনটি দোকান। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। মঙ্গলবার স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, নিরাপত্তার কথা মাথায় রেখে কুল্লু এবং বানজার এলাকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র কয়েক দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই মরসুমে হিমাচলে অন্তত ৩৭ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে। ৭৫টি হড়পা বান নেমেছে রাজ্যের নানা জায়গায়। হিমাচল প্রদেশের বিভিন্ন জেলায় এযাবৎ বন্ধ রয়েছে ৪০০-র বেশি রাস্তা। হিমাচল প্রদেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিগত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনা ঘটেছে এবং তিনটি ন্যাশনাল হাইওয়ে-সহ ৪০০টি রাস্তা বন্ধ হয়ে রয়েছে।