Entertainment

3 hours ago

Jolly LLB 3 Teaser: অক্ষয়-আরশাদের কোর্টরুম কমেডি, হাসিতে ফেটে পড়ল সবাই!

Jolly LLB 3 teaser
Jolly LLB 3 teaser

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার আর আরশাদ ওয়ারসির নাম উঠলেই মনে পড়ে যায় ‘জলি এলএলবি’র হাস্যরস। একসময় ব্রোম্যান্সে মাতানো এই জুটি এবার হাজির একেবারে কোর্টরুমে, তবে বন্ধুত্ব নয়—তুমুল বাকবিতণ্ডায়। আদালতের মাঝেই চলল দুই তারকার ঝগড়া, আর সেই হট্টগোলের ফাঁকে অবলীলায় ঢুকে পড়ল এক ছাগল! দৃশ্য দেখে বিস্মিত সৌরভ শুক্লা। আসলে কী ঘটল বলিউডে?

আসলে মঙ্গলবার সাতসকালে নস্ট্যালজিয়া উসকে প্রকাশ্যে এল ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির পয়লা ঝলক। আর সেই টিজার দেখেই পেটে খিল ধরার জোগাড়! এবার অক্ষয়ের সম্মুখ সমরে আরশাদ ওয়ারসি। ফিল্মি কায়দায় বললে, এবারের প্রেক্ষাপট ‘জলি ভার্সেস জলি’। আর তাঁদের এই আইনিযুদ্ধের সাক্ষী সৌরভ শুক্লা। বিচারক ত্রিপাঠীর চরিত্রে তিনি। আইনজীবী জলি মিশ্রর ভূমিকায় অক্ষয় কুমার। অন্যদিকে জলি ত্যাগীর ভূমিকায় আরশাদ ওয়ারসি। টিজারেই দেখা গেল, আদালতে দুই জলির তুমুল ক্যাচালের ঝলক! যা থামাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় ত্রিপাঠীজি সৌরভকে। আর অক্ষয়-আরশাদের ঝগড়ার মাঝেই কোর্টরুমে ঢুকে পড়ল ছাগল। সবমিলিয়ে ‘জলি এলএলবি ৩’ যে দারুণ একটা কমেডি কোর্টরুম ড্রামা উপহার দিতে চলেছেন, তা বলাই বাহুল্য।

উল্লেখ্য, এই সিনেমায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায় এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টিজারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও জানানো হয়েছে নির্মাতাদের তরফে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’। গতবছর ‘জলি এলএলবি ৩’-এর শুটিং চলাকালীন আইনি বিপাকে পড়তে হয়েছিল অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি-সহ প্রযোজক-পরিচালকদের। আজমেঢ় আদালতের দ্বারস্থ হন সেখানকার ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট চন্দ্রভান সিং রাঠোর। তিনি অভিযোগ তুলেছিলেন, এই সিনেমায় বিচারপতি এবং আইনজীবীদের খুবই খাটো করে দেখানো হয়েছে। তাই শুটিং বন্ধের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। কেন এভাবে বিচার ব্যবস্থা নিয়ে হাসিঠাট্টা করা হবে? সেই কৈফিয়তও চেয়েছিলেন। এবার যাবতীয় বিতর্ক কাটিয়ে মুক্তি পেল সেই সিনেমার প্রথম ঝলক।

You might also like!