বাসন্তী, ১৫ আগস্ট : গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খাঁ। কিন্তু সুস্মিতা মন্ডল নামের মেয়েটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। অভিযোগ সেই রাগে শুক্রবার সকালে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে সুস্মিতাকে। পাশাপাশি নিজেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযুক্ত বিশ্বজিৎ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় গুরুতর আহত দুজনকেই উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে দুজনের স্বাস্থ্যের অবস্থার অবনতি হলে তাদের কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় সুস্মিতার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই সুস্মিতার উপর নজর ছিল বিশ্বজিতের। কিন্তু সুস্মিতা কিছুতেই বিশ্বজিতের বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। আর সেই কারণেই এই হামলা। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
সুস্মিতার পরিবারের দাবি, শুক্রবার সুস্মিতা বাড়ি ফিরছিল বেঙ্গালুরু থেকে। নার্সিং পড়ুয়া সে। ফেরার পথেই তার ওপর আচমকা হামলা চালায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। সুস্মিতার সঙ্গে থাকা তার ভাই বাঁচাতে গেলে তাকেও কোপায় অভিযুক্ত। এই ঘটনায় তার ভাইও গুরুতর আহত হয়। তাকেও কলকাতার চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।