নয়াদিল্লি, ১৬ আগস্ট : লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ফের কটাক্ষ করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর কথায়, সমগ্র বিশ্ব ভারতের অগ্রগতি প্রত্যক্ষ করছে, এটা গর্বের বিষয়। রাহুল গান্ধীর "মৃত অর্থনীতি" মন্তব্যের প্রসঙ্গে সংসদ মন্ত্রী কিরেন রিজিজু শনিবার বলেছেন, "এখন গোটা বিশ্ব দেখছে ভারত কীভাবে এগিয়ে চলেছে। এটা প্রতিটি ভারতীয়ের জন্য গর্বের বিষয়।" কিরেন রিজিজু আরও বলেছেন, "এই অধিবেশনে সংসদে বাকি সমস্ত বিল পাস করা হবে। সংসদ অধিবেশন বিলগুলি গ্রহণ এবং পাস করার জন্য।" প্রয়াণ দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ীকে এদিন সকালে শ্রদ্ধা জানান রিজিজু। সদাইভ অটলে বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে রিজিজু বলেছেন, আমরা সকলেই অটলজীকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি। আমরা সর্বদা অটলজীকে স্মরণ করি।