Country

2 hours ago

Madhya Pradesh rain forecast:মধ্যপ্রদেশে ফের সক্রিয় বর্ষা, ৯টি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা

Active monsoon Madhya Pradesh
Active monsoon Madhya Pradesh

 

ভোপাল, ১৯ আগস্ট : মধ্যপ্রদেশে রাজ্যে ফের সক্রিয় হয়েছে বর্ষা।মঙ্গলবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার থেকে ভোপাল, ইন্দোর, জবলপুর এবং নর্মদাপুরম বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারই নয়টি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখার পাশাপাশি সক্রিয় রয়েছে দু’টি ঘূর্ণাবর্ত এর প্রভাবে আগামী তিন দিন বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত দেবাস, হরদা, খন্ডবা ও বুরহানপুর জেলায় টানা ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন আগামী সপ্তাহে দক্ষিণ ও পূর্ব মধ্যপ্রদেশ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই সোমবার রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি, কোথাও হালকা বৃষ্টির দেখা মিলেছে। প্রসঙ্গত, মধ্যপ্রদেশ রাজ্যে এ পর্যন্ত গড়ে প্রায় ৩১.৫ ইঞ্চি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

You might also like!