লাদাখ ও নয়াদিল্লি, ৩ অক্টোবর : কারফিউ শিথিল হতেই ছন্দে ফিরছে লেহ। দৈনন্দিন কাজে ফিরছেন স্থানীয় বাসিন্দারা। সকাল দশটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাজার খোলা থাকছে। হিংসাত্মক ঘটনা ভুলে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে লেহ। এখনও নিরাপত্তা বাহিনীর টহল চলছে। এদিকে, বিশিষ্ট জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো তাঁর স্বামীর মুক্তি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। লাদাখে হিংসাত্মক বিক্ষোভে উস্কানি দেওয়ার অভিযোগে সোনম ওয়াংচুককে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আটক করে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তরিত করা হয়েছে। লেহের হিংসার পর ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনের (এনএসএ) আওতায় মামলা দায়ের করা হয়েছিল, যেখানে চারজন নিহত এবং ৮০ জন আহত হয়েছিল।