ভেনেজুয়েলা, ২৫ সেপ্টেম্বর : ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা৷ মার্কিন ভূতাত্ত্বিক সেন্টার অনুসারে, ভূমিকম্পর মাত্রা ছিল ৬.২ এবং এর উৎপত্তিস্থল ছিল জুলিয়া প্রদেশের মেনে গ্রান্ড শহর থেকে ২৪ কিলোমিটার দূরে। এই এলাকাটি রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাত্র ৭.৮ কিলোমিটার গভীরে, যার ফলে বেশ কয়েকটি রাজ্যে কম্পন অনুভূত হয়েছে।
কম্পন অনুভূত হয়েছে কলম্বিয়াতেও। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাঁদের বাড়িঘর এবং অফিস খালি করে নিরাপদ স্থানে চলে গিয়েছে। বর্তমানে কোনও দেশ থেকে কোনও বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।