Country

2 hours ago

Himachal witnesses wettest monsoon: রেকর্ড ১,০২২ মিলিমিটার বৃষ্টি, ২৯ বছর পর সর্বোচ্চ বর্ষণ হিমাচলে

Himachal witnesses wettest monsoon
Himachal witnesses wettest monsoon

 

শিমলা, ৩ অক্টোবর : হিমাচল প্রদেশে এবার রেকর্ড ১,০২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ২৯ বছর পর এটাই সর্বোচ্চ বর্ষণ হিমাচল প্রদেশে। এছাড়াও এই বছর হিমাচল প্রদেশে ১৯০০ সালের পর থেকে ১৫-তম সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। হিমাচল প্রদেশে এখনও পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে ১,৩১৪ মিলিমিটার, যা ১৯২২ সালে রেকর্ড করা হয়েছিল। হিমাচল প্রদেশের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, এই বছর গত তিন মাসে প্রায় ১,০২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। হিমাচল প্রদেশে এবারের বর্ষার মরশুমে ৩৬ দিন অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, যার মধ্যে জুন মাসে চার দিন, জুলাই মাসে আট দিন, আগস্টে ১৫ দিন এবং সেপ্টেম্বরে ৯ দিন।

You might also like!