Country

3 hours ago

15 Tamil Nadu Fishermen Arrested: শ্রীলঙ্কার কারাগার থেকে মুক্তি, চেন্নাই ফিরলেন ১৫ জন তামিল মৎস্যজীবী

15 Tamil Nadu Fishermen Arrested
15 Tamil Nadu Fishermen Arrested

 

চেন্নাই, ৩ অক্টোবর : শ্রীলঙ্কার কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৫ জন তামিল মৎস্যজীবী। শুক্রবার সকালে চেন্নাই বিমানন্দরে এসে পৌঁছন ওই ১৫ জন তামিল মৎস্যজীবী। দীর্ঘ দিন পর দেশে ফেরার পর সবার চোখে মুখে ছিল আনন্দ। এই ১৫ জনের মধ্যে দু'জন গ্রেফতার হয়েছিলেন গত ১৯ ফেব্রুয়ারি, ১৩ জুলাই গ্রেফতার হন ৭ জন, ২১ জুলাই দু'জন এবং ১৮ আগস্ট ৪ জন। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করার দায়ে তাঁদের গ্রেফতার করা হয়। অবশেষে শুক্রবার দেশে ফিরে এলেন ১৫ জন তামিল মৎস্যজীবী।

You might also like!