চেন্নাই, ৩ অক্টোবর : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের চেন্নাইয়ের বাড়িতে ফের বোমা হামলার হুমকির অভিযোগ। এছাড়াও চেন্নাইয়ে তামিলনাড়ুর বিজেপির প্রধান কার্যালয়ে এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার বাড়িতেও বোমা হামলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। হামলার হুমকির খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। চেন্নাইয়ের তেনামপেট এলাকায় দক্ষিণী অভিনেত্রী তৃষার বাড়িতে বোমা হামলার খবর পেতেই স্নিফার ডগ নিয়ে তল্লাশিতে নেমেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার হুমকির তদন্তও শুরু হয়েছে।