দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজ মহালয়া, দেবীপক্ষের সূচনা। বাঙালিরা ষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে দুর্গাপূজা শুরু করলেও, অবাঙালিদের কাছে আজ থেকেই শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি। টানা নয় দিন ধরে তাঁরা দুর্গার নয়টি রূপের আরাধনা করে থাকেন। এই সময়কে যেকোনো শুভ কাজের জন্য অত্যন্ত উপযুক্ত বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে, এই নয় দিন শুভ মুহূর্ত বিচার না করেই যেকোনো শুভ কাজ করা যায়। ভক্তিভরে দেবীর আরাধনা করলে সব বাধা-বিপত্তি, দুঃখ-কষ্ট দূর হয় এবং মনের সব ইচ্ছে পূরণ হয়।
মেষ রাশি: মেষ রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এরা সব সময় সব কাজেই দেবীর আশীর্বাদ পান। আপনি যদি মেষ রাশির জাতক হন, তাহলে শক্তিরূপিনী দেবী তাঁর শুভ দৃষ্টি সব সময় আপনার উপর রাখেন। দেবীর আশীর্বাদে শুধু দুর্গাপুজোর সময় নয়, সারা বছরই সব কাজ সাফল্য লাভ করার যোগ থাকে মেষ রাশির জাতকদের উপর। এঁদের জীবনে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে সব সময়। সন্তান ভাগ্যও সাধারণত খুব ভালো হয় মেষ রাশির জাতকদের।
মিথুন রাশি: আপনি যদি মিথুন রাশির জাতক হন, তাহলে শক্তিরূপিনী দেবী দুর্গা আপনার উপরে অত্যন্ত প্রীত। দেবীর প্রিয় রাশির জাতকদের মধ্যে অন্যতম মিথুন। দুর্গাপুজোর মধ্যে বিশেষ ভাবে সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয় মিথুন রাশির জাতকদের। মিথুন রাশির জাতকরা কঠোর পরিশ্রমী এবং দুর্গার কৃপায় এঁরা পরিশ্রম ও উদ্যোগের ফল লাভ করেন। দুর্গাপুজো চলাকালীন মিথুন রাশির জাতকদের আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে। দেবীর কৃপায় আর্থিক অবস্থায় উন্নতির যোগ থাকে।
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের মধ্যে শক্তি ও ক্ষমতা অন্যদের থেকে অনেকটাই বেশি। সিংহের জাতকদের এই শক্তি ও দৃঢ়তার কারণেই তাঁরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। আপনি সিংহ রাশির জাতক হলে দেবী দুর্গার আশীর্বাদ সব সময় আপনার সঙ্গে রয়েছে। মা দুর্গার কৃপায় সিংহ রাশির ভাগ্য সচরাচর তাঁদের পক্ষেই থাকে। আর্থিক সমস্যা কখনোই খুব একটা বিপাকে ফেলতে পারে না সিংহ রাশির জাতকদের।
বৃশ্চিক রাশি: দেবী দুর্গার প্রিয় রাশিগুলির তালিকায় রয়েছে বৃশ্চিকও। দেবীর কৃপাদৃষ্টি এঁদের উপর সব সময় থাকে। দুর্গাপুজো চলাকালীন ভালো ভাবে মনে ভক্তি নিয়ে দুর্গার পুজো করলে আরও ভালো ফল পেতে পারেন এরা। মা দুর্গা এঁদের জীবন সুখ ও শান্তিতে ভরিয়ে দেন। আপনি বৃশ্চিক রাশির জাতক হলে দেবী দুর্গার আশীর্বাদে আর্থিক লাভ হওয়ার যোগ রয়েছে। ঋণের দায় থেকে মুক্তি পেতে পারেন।
কুম্ভ রাশি: আপনি কুম্ভ রাশির জাতক হলে আনন্দ করুন, আপনার জন্য এই দুর্গা পুজোয় দারুণ কিছু অপেক্ষা করছে। কুম্ভ রাশির জাতকরা দেবী দুর্গার অত্যন্ত প্রিয়। এঁদের উপর মা দুর্গার আশীর্বাদ সব সময় থাকে। দুর্গাপুজোর আগে-পরে কোনও ভালো খবর পেতে পারেন। দেবীর কৃপায় এঁদের জীবনে পেশাগত সংকট খুব একটা বড় আকার ধারণ করে না। দেবীর আরাধনা করলে খুব সহজেই ফল পেতে পারেন এঁরা।