Country

6 hours ago

Indian Parliament news:সংসদ ভবনে ঢোকার চেষ্টা এক ব্যক্তির, আটকে দিল সুরক্ষা বাহিনী

Parliament security incident
Parliament security incident

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : সংসদ ভবন চত্বরে ঢোকার চেষ্টা করলো সন্দেহভাজন এক ব্যক্তি। যদিও, সুরক্ষা বাহিনী ওই সন্দেহভাজনকে পাকড়াও করেছে, আপাতত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

একজন ব্যক্তি শনিবার সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে, নিরাপত্তা কর্মীরা বাধা দেয়। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছেন নিরাপত্তা কর্মীরা। দিল্লি পুলিশ জানিয়েছে, একজন ব্যক্তিকে রেলভবন থেকে সংসদের দিকে যাওয়ার রাস্তায় থামানো হয়েছিল এবং কেন সে এই এলাকায় ঘোরাফেরা করছিল তা জানার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

You might also like!