Country

4 hours ago

Semicon India 2025:২-৪ সেপ্টেম্বর যশোভূমিতে অনুষ্ঠিত হবে সেমিকন ইন্ডিয়া ২০২৫

Semicon India September 2025
Semicon India September 2025

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট : আগামী ২-৪ সেপ্টেম্বর নতুন দিল্লির যশোভূমিতে অনুষ্ঠিত হবে সেমিকন ইন্ডিয়া ২০২৫। ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেমিকন ইন্ডিয়া ২০২৫-এর চতুর্থ সংস্করণের উদ্বোধন করবেন। ভারতের বৃহত্তম সেমিকন্ডাক্টরইলেকট্রনিক্স শো ২ থেকে ৪ সেপ্টেম্বর যশোভূমিতে অনুষ্ঠিত হবে।

সেমিকন ইন্ডিয়া ২০২৫-এ ৩৩টি দেশ, ৫০-এর বেশি গ্লোবাল সিএক্সও, ৩৫০ জন প্রদর্শক এবং ৫০-এর বেশি দূরদর্শী গ্লোবাল বক্তাকে স্বাগত জানাবে ভারত। স্থানীয় সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম সম্প্রসারণ এবং শিল্প প্রবণতা তুলে ধরার জন্য এই ইভেন্ট আয়োজিত হতে চলেছে। সেমিকন্ডাক্টরইলেকট্রনিক্স ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতি সর্বাধিক করার জন্য এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেমকে শক্তিশালী করার লক্ষ্যে ভারতের নীতিগুলি তুলে ধরার জন্য সেমিকন ইন্ডিয়া ২০২৫ ডিজাইন করা হয়েছে

You might also like!