নয়াদিল্লি, ২৩ আগস্ট : সস্ত্রীক ভারত সফরে আসছেন ফিজির প্রধানমন্ত্রী সিতেনি লিগামামাদা রাবুকা। ২৪ থেকে ২৬ আগস্ট ভারতে থাকবেন তিনি। ফিজির প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরে আসছেন তাঁর স্ত্রী সুলুয়েতি রাবুকাও। প্রধানমন্ত্রী রাবুকার এটিই হতে চলেছে প্রথম ভারত সফর। দিল্লি সফরের সময়, প্রধানমন্ত্রী রাবুকা ২৫ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন। প্রধানমন্ত্রী মোদী সফররত বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন। প্রধানমন্ত্রী রাবুকার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে।