Country

4 hours ago

Trump India relations:ভারতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ ট্রাম্পের, দায়িত্ব দিলেন সার্জিও গোরকে

Trump appoints new ambassador to India
Trump appoints new ambassador to India

 

নয়াদিল্লিওয়াশিংটন, ২৩ আগস্ট : ভারতে, আমেরিকার নতুন রাষ্ট্রদূত নিয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব দিলেন সার্জিও গোরকে। তিনি বর্তমানে হোয়াইট হাউসে প্রেসিডেন্সিয়াল পার্সোনেল পদে রয়েছেন। সমাজ মাধ্যমে ট্রাম্প ঘোষণা করেছেন, সার্জিও ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ করবেন। সেই সঙ্গে তাঁকে বাড়তি দায়িত্ব দেওয়া হচ্ছে দক্ষিণ এবং মধ্যে এশিয়ায়। সেখানে তিনি প্রেসিডেন্টের বিশেষ দূত হিসাবে কাজ করবেন। সার্জিও বরাবরই ট্রাম্প ঘনিষ্ঠ হিসাবে পরিচিত।

সমাজমাধ্যমে ট্রাম্প লিখেছেন, ‘‘ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসাবে আমি সার্জিও গোরকে নিয়োগ করছি। সেই সঙ্গে দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত হিসাবে কাজ করবেন তিনি। ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসাবে কাজ শুরুর আগে পর্যন্ত সার্জিও হোয়াইট হাউসে তাঁর বর্তমান দায়িত্বে থাকবেন।’’ এ বিষয়ে আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিও টুইট করেছেন, "ভারতে আমাদের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে সার্জিও গোরকে মনোনীত করার রাষ্ট্রপতির সিদ্ধান্তে আমি উচ্ছ্বসিত। তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে একটিতে আমেরিকার একজন চমৎকার প্রতিনিধি হবেন।"

You might also like!