জম্মু, ২৩ আগস্ট : জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের কাছে মীরা সাহিব এলাকা থেকে ৫০ লাখ টাকার হেরোইন সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে বিএসএফ।
শনিবার বিএসএফ সূত্রে এই তথ্য জানানো হয়। জানা গেছে, শুক্রবার বিএসএফ ও নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-এর যৌথ তল্লাশি অভিযানে ওই পাচারকারীকে ধরা হয়। তদন্তকারীদের ধারণা, আরও কিছু গ্রেফতার ও মাদক উদ্ধার হতে পারে।