দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় নতুন মোড়। সাড়ে ৮ হাজার কিলোমিটার দূরে স্পেন থেকে হামলার ছক কষার অভিযোগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ও গবেষক হিন্দোল মজুমদারকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। স্পেনের গ্রানাডা বিশ্ববিদ্যালয়ে বায়ো মেডিসিন ও ক্লিনিক্যাল সায়েন্স নিয়ে গবেষণা করছেন হিন্দোল। দেশে ফিরতেই দিল্লি বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাঁকে আটক করা হয়। কিন্তু প্রশ্ন উঠছে, কীসের তথ্যের ভিত্তিতে গ্রেফতার গবেষক হিন্দোল মজুমদার?
সূত্রের দাবি, ঘটনার পর যাদবপুরের কয়েকজন ছাত্রকে গ্রেফতার করা হয়। তাদের হোয়াটস্যাপ চ্যাটে উঠে আসে যাদবপুরের প্রাক্তনী তথা গবেষক হিন্দোলের ভূমিকা। একাধিক চ্যাটে হিন্দোল স্পেনে বসে যাদবপুরের হামলাকারী পড়ুয়াদের নির্দেশ দেয়, 'ব্রাত্য বসু এলে তাঁকে ঘিরে ফেলতে হবে। ব্রাত্য বসুর উপর হামলা করবি। ব্রাত্য বসুর গাড়িতে হামলা করবি।' মূলত হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এই ছাত্রকে। পুলিশ সূত্রে খবর, গত ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই সময় বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র সংগঠন SFI। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা চালানো হয়, ঘটে ভাঙচুর। গাড়ি আটকাতে গিয়ে গাড়ির ধাক্কায় রক্তাক্ত হন এক বামপন্থী ছাত্র। এই ঘটনার জেরেই গোটা বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে ওঠে।
তদন্তে নেমে কলকাতা পুলিশ জানতে পারে, ঘটনার মূল পরিকল্পনা হয়েছিল স্পেন থেকে। পুলিশ সূত্রে দাবি, গ্রানাডা শহরে বসেই যাদবপুরের ছাত্রদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখে হামলার 'ব্লুপ্রিন্ট' তৈরি করেন হিন্দোল মজুমদার। কোন জায়গায় বিক্ষোভ হবে, কীভাবে তা সংগঠিত করা হবে, এমনকি শিক্ষামন্ত্রীর গাড়ির উপর হামলার পরিকল্পনাও তিনিই করেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে আরও দাবি, সেদিন ক্যাম্পাসে অগ্নিসংযোগের ঘটনাতেও যোগ রয়েছে ধৃত হিন্দোল মজুমদারের। হোয়াটস্যাপ মেসেজ তাঁর মন্তব্য, 'যাদবপুর আমাদের সংগঠন ছাড়া অন্য কোনও সংগঠন থাকবে না।' পুলিস সূত্রের দাবি, সূদুর স্পেনে থাকলেও পড়ুয়াদের প্রভাবিত করার ক্ষমতা রয়েছে। তাঁর ভূমিকা উঠে আসার পর তাঁকে নোটিস পাঠানো হয়। কিন্তু সেই নোটিসে সাড়া দেয়নি হিন্দোল। এরপরই মার্চ মাসে লুক আউট সার্কুলার জারি করা হয়। বুধবার দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে আটক করে পুলিস। বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে ট্রানজিট রিমান্ডের জন্য তোলা হয়েছে হিন্দোলকে।
স্বাভাবিক ভাবেই এহেন ঘটনায় শিক্ষাজগতে তীব্র আলোড়ন দেখা দিয়েছে। মেধাবী গবেষকের এহেন ভূমিকায় বিস্মিত অনেকে। যদিও এখনই বিষয়টির আইনি নিষ্পত্তি হয়নি, তবে তদন্তের অগ্রগতির দিকেই তাকিয়ে রয়েছে রাজ্যবাসী।