কাঠুয়া, ১৭ আগস্ট : ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। এবার মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটল জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায়। মেঘভাঙা বৃষ্টিতে ৪ জনের হতাহতের খবর পাওয়া গিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে রেললাইন ও জাতীয় সড়ক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং রবিবার জানিয়েছেন, "কাঠুয়ার জঙ্গলোট এলাকায় মেঘভাঙা বৃষ্টির খবর পাওয়ার পর কাঠুয়ার এসএসপি শ্রী শোভিত সাক্সেনার সঙ্গে কথা হয়েছে। ৪ জন হতাহতের খবর পাওয়া গিয়েছে।"
জিতেন্দ্র সিং আরও জানিয়েছেন, "এছাড়াও, রেলপথ, জাতীয় সড়কের ক্ষতি হয়েছে এবং কাঠুয়া থানা ক্ষতিগ্রস্ত হয়েছে। বেসামরিক প্রশাসন, সামরিক এবং আধাসামরিক বাহিনী তৎপর হয়েছে। পরিস্থিতির উপর ক্রমাগত নজর রাখা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা।" রাতভর ভারী বৃষ্টিপাতের মধ্যে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার একটি প্রত্যন্ত গ্রামের মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছে।