শিমলা ও দেহরাদূন, ১১ আগস্ট : বর্ষার বৃষ্টি এখনও সক্রিয় হিমাচল প্রদেশে, ভারী বৃষ্টি, ধসে বহু রাস্তা এমনিতেই বন্ধ রয়েছে। এমতাবস্থায় ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচল প্রদেশে আগামী ৬-৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ১৫ আগস্টের আগে বৃষ্টি থেকে রেহাই পাবে না হিমাচল প্রদেশ। জারি করা হয়েছে কমলা ও হলুদ সতর্কতা।
আইএমডি জানিয়েছে, আগামী ৬-৭ দিন উত্তরাখণ্ডেও একই রকম আবহাওয়া থাকবে। দেহরাদূন, উত্তরকাশী-সহ উত্তরাখণ্ডের বিভিন্ন জেলাতেও ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের উত্তর ও মধ্য অংশে, যার মধ্যে রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পঞ্জাব, উত্তর প্রদেশ এবং পশ্চিম মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলিতেও বৃষ্টি প্রত্যাশিত।