Country

4 hours ago

PM foreign tour August 2025:২৯-৩০ আগস্ট জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, মাসের শেষে যাবেন চিনেও

PM foreign tour August 2025
PM foreign tour August 2025

 

নয়াদিল্লি, ২৩ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসের ২৯ থেকে ৩০ তারিখ জাপান সফর যাচ্ছেন। ওই সময়ে জাপানে ১৫-তম ভারত-জাপান বার্ষিক শিখর সম্মেলনে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এটি হতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর জাপানে অষ্টম সফর ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে প্রথম শীর্ষ সম্মেলন। এই সফরে, দুই প্রধানমন্ত্রী প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন-সহ ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্ব পর্যালোচনা করবেন। তাঁরা আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েও আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় পর্যায়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩১ আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে যোগ দিতে চিন ভ্রমণ করবেন। শীর্ষ সম্মেলনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদী শীর্ষ সম্মেলনে যোগদানকারী বেশ কয়েকজন নেতার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ২০১৭ সাল থেকে এসসিও-র সদস্য।

You might also like!