দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত মাসে অর্থাৎ মে মাসে এই ফোন ইন্দোনেশিয়াতে লঞ্চ হয়েছিল (Vivo Smartphone)। ভিভো ওয়াই৩৬ ৪জি ফোনের ইন্দোনেশিয়ার ভ্যারিয়েন্টে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর সম্প্রতি ভিভো ওয়াই৩৬ ৪জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ, দাম এবং কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছে। একনজরে সেগুলো দেখে নেওয়া যাক।
Vivo Y36 4G এর সম্ভাব্য দাম
ভারতের বাজারে আগামী ২৬শে জুন লঞ্চ করা হবে। এদেশে স্মার্টফোনটির দাম ১৯,৫০০ টাকা রাখা হতে পারে। প্রসঙ্গত, প্রতিবেদনে এই আসন্ন ভিভো হ্যান্ডসেটের একটি প্রমোশনাল পোস্টারের ছবিও শেয়ার করেছে। যা দেখে মনে হচ্ছে আলোচ্য ফোনটি ভারতে – ব্ল্যাক এবং ক্রিম কালার অপশনের সাথে আসবে।
Vivo Y36 4G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে- Vivo Y36 4G ফোনটিতে 6.64 ইঞ্চির আলট্রা ওএলসিডি ডিসপ্লে দেওয়া হবে।এটি 1080 × 2388 পিক্সেল রেজলিউশন সাপোর্ট করবে।
প্রসেসর- এই আপকামিং ভিভো ফোনে স্ন্যাপড্রাগন 680 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
RAM + স্টোরেজ- Vivo Y36 4G ফোনে 8GB পর্যন্ত RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ওএস- এই ভিভো ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফানটাচ ওএস 13 এ কাজ করবে।
ক্যামেরা- Y36 4G তে 50MP + 2MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 16MP ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে।
ব্যাটারি- এই ফোনে 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে।