হুগলি, ১৪ সেপ্টেম্বর : হুগলি জেলার তারকেশ্বরে আগুনে পুড়ল ৬টি দোকান। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙায়। একটি রেস্টুরেন্ট থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে অভিযোগ। পুলিশ ও দমকল কর্মীরা খবর পেয়েই ছুটে যান ঘটনাস্থলে। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
পুজোর আগে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন ব্যবসায়ীরা। দমকল কর্মীদের অনুমান, শর্ট সার্কিট ও গ্যাসের সিলিন্ডার ফেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। চারটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। বাকি দোকানগুলির আংশিক ক্ষতি হয়েছে।