Game

2 hours ago

ILT20 season 4: আইএলটি ২০ শুরু ডিসেম্বরের প্রথম সপ্তাহে

ILT20 season 4
ILT20 season 4

 

দুবাই, ৪ সেপ্টেম্বর  : এবারের আইএলটি২০’র আসর শুরু হচ্ছে ডিসেম্বরের ২ তারিখে। এর আগের তিনটি আসরই বসেছিল জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে। চতুর্থ আসর এক মাস এগিয়ে আসছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও ডেসার্ট ভাইপার্স। ৩ ডিসেম্বর মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্স। গালফ জায়ান্টস ও এমআই এমিরেটস তাঁদের প্রথম ম্যাচ খেলবে ৪ ডিসেম্বর। লিগ পর্বে দুটি করে ম্যাচ রাখা হয়েছে। লিগপর্ব শেষ হবে ২৮ ডিসেম্বর।

৩০ ডিসেম্বর থেকে শুরু হবে নকআউট পর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুটি দল। জয়ীরা চলে যাবে ফাইনালে, হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জেতা দলের বিপক্ষে। এলিমিনেটর হবে ১ জানুয়ারি, ২ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।

আইএলটি২০’র আগের তিনটি আসরের খেলা হয়েছিল দুবাইয়ের তিন ভেন্যু – দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারও এই তিন মাঠেই হবে প্রতিযোগিতাটির ৩৪টি ম্যাচ। গত আসরে ডেসার্টের বিপক্ষে ৪ উইকেটে জিতে শিরোপা জিতেছিল দুবাই ক্যাপিটালস। তার আগের দুটি আসরের শিরোপা পায় এমআই এমিরেটস।

You might also like!