দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের ডিজিটাল যুগে প্রত্যেকের হাতে স্মার্টফোন বর্তমান, যার ক্যামেরা প্রযুক্তি দিন দিন উন্নত হচ্ছে। ঝাঁ চকচকে লেন্স আর উন্নত সেন্সরের কারণে স্মার্টফোন দিয়ে ছবি তোলা সহজ হলেও অনেক সময় তাতে DSLR ক্যামেরার মতো প্রফেশনাল মানের ছবি পাওয়া যায় না। অনেক ফটোগ্রাফারই এখনও DSLR ক্যামেরার পিছনে ঝুঁকে থাকেন। তবে ছোট কিছু সেটিংস পরিবর্তন করে স্মার্টফোনেই তুলতে পারবেন প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ছবি। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
১। প্রো মোড (Pro Mode) – সমস্ত স্মার্টফোনেই থাকে প্রো মোড। ক্যামেরার সেটিংসে গিয়ে পেয়ে যাবেন এই অপশন। সেখানে গিয়ে ISO, শাটার স্পিড ঠিক অ্যাডজাস্ট করলেই কেল্লাফতে! যেমন, ISO কমিয়ে রাখলে কম আলোতে ছবি খুব একটা ভালো আসবে না। অন্যদিকে শাটার স্পিড অ্যাডজাস্ট করলে ছবি হবে দারুণ। তাই শুধুমাত্র অটো মোডের উপর নির্ভর না করে এই সেটিংসগুলো নিজের প্রয়োজন মতো বদলে নিলে ছবি হবে দারুণ।
২। আলোর ব্যবহার- ছবি ভালো হওয়ার মূল শর্তই হল। দিনের আলোয় ছবি তোলার চেষ্টা করুন। রাতে ছবি তুললে সরাসরি ফ্ল্যাশ ব্যবহার না করাই ভালো বরং ক্যামেরার এক্সপোজার বাড়িয়ে ছবি তুলে দেখতে পারেন।
৩। থার্ড পার্টি ক্যামেরা অ্যাপ- এখন মোবাইলের ক্যামেরা ব্যবহার করেই ফিল্টার করা ছবি তোলার জন্য রয়েছে বহু অ্যাপ। সেগুলো ব্যবহার করতে পারেন।
৪। লেন্স পরিষ্কার করুন- শুনতে বোকা বোকা মনে হলেও, ছবি খারাপ বা ঝাপসা হওয়ার মূল কারণ কিন্তু অপরিষ্কার লেন্স। অনেকক্ষেত্রেই লেন্সে হাতের ছাপ, ধুলো লেগে যাওয়ায় সমস্যা তৈরি হয়। লেন্স সাফ থাকলেও ছবি হয় ঝকঝকে।
অবশেষে, তোলা ছবিগুলো পরবর্তীতে এডিট করার জন্য বিভিন্ন ফটো এডিটিং অ্যাপ ব্যবহার করুন। এতে রঙ, কনট্রাস্ট এবং শার্পনেস ঠিক করে ছবি আরও প্রাণবন্ত করা সম্ভব। সুতরাং, কিছু ছোটখাটো সেটিংস পরিবর্তন ও একটু যত্নে স্মার্টফোন দিয়েই তুলতে পারবেন DSLR ক্যামেরার মতো মানসম্পন্ন ছবি। ছবি তোলার আনন্দ আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আজই চেষ্টা করে দেখুন।