কলকাতা, ৮ ফেব্রুয়ারি: আগামী ১৪ ফেব্রুয়ারি সরস্বতী পুজো। বসন্ত পঞ্চমীর আগে হাতে রয়েছে আর মাত্র কিছু দিন। স্বাভাবিক কারণেই চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে। মাটির কাজ প্রায় শেষ। রঙের কাজও সেরে ফেলেছেন অনেকে। কোথাও কোথাও চোখ আঁকাও হয়ে গিয়েছে। বাকি কাজ বলতে রয়েছে শাড়ি পরানো আর অঙ্গসজ্জা।
সময়ে কাজ ‘ডেলিভারি’ দিতে দিন-রাত কাজ করছেন সাজশিল্পীরাও। সরস্বতী পুজোর আগে কুমোরটুলিতে এখন দম ফেলার ফুরসৎ নেই শিল্পীদের। শুধুমাত্র কুমোরটুলিই নয়, রাজ্যের নানা প্রান্তে মৃৎশিল্পীদের ব্যস্ততাও এখন তুঙ্গে। খড় দিয়ে কাঠামো তৈরি করে ছোট বড় দেবীমূর্তি তৈরি হয়েছে নানা জায়গায়। তবে, সরস্বতী পুজোয় ছাঁচের মূর্তির চাহিদাও তুঙ্গে থাকে। স্কুল, কলেজ-সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ক্লাবে বড় প্রতিমা হয় ঠিকই। তবে, বাংলার বাড়িতে বাড়িতে ছোট ছাঁচে তৈরি সরস্বতী মূর্তির কদরই বেশি।