কলকাতা, ১৫ মে : বৃষ্টি থামতেই আবারও গরম বাড়ছে কলকাতায়, তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। সকাল হতে না হতেই দাপট বাড়ছে রোদের, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ভ্যাপসা গরমও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গ ভিজবে আরও কিছু দিন। দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বন্ধ হলেও উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর বাদে বাকি সব জেলাতেই বৃষ্টিপাত হবে সোমবার পর্যন্ত। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আগের দিনের তুলনায় বুধবার কলকাতায় সামান্য বেড়েছে তাপমাত্রা, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ছিল ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তাপমাত্রা ২-৩ ডিগ্রি অথবা আরও বেশি বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে পুরোপুরি থেমে যাবে বৃষ্টি।