দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীমৃত্যুর ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যু নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের দিকে এগোল বিশ্ববিদ্যালয় (Jadavpur University) । আইসিসি অর্থাৎ অভ্যন্তরীণ অভিযোগের তদন্ত কমিটিকে (Internal Complaint Committee) দায়িত্ব দেওয়া হচ্ছে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য। যে কমিটিতে একজন বিশেষভাবে সক্ষম অধ্যাপক-সহ মোট ৫ জন সদস্য থাকতে পারেন বলেও সূত্রের খবর। শুধু তাই-ই নয়, আপাতত অভিযুক্ত এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ের হস্টেলে (Hostel) থাকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।
এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১২ ফেব্রুয়ারির মধ্যে আইসিসিকে তদন্তের প্রাথমিক রিপোর্ট ও এক মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে। ১২ ফেব্রুয়ারি ওই প্রাথমিক রিপোর্ট মানবাধিকার কমিশনে পাঠাবে বিশ্ববিদ্যালয়।
সম্প্রতি যাদবপুরের ইংরেজি দ্বিতীয় বর্ষের ছাত্রী রেনেসাঁ দাসের জলপাইগুড়ির মালবাজারে দাদুর বাড়িতে অস্বাভাবিক মৃত্যু হয়। তার পরেই তাঁর পরিবার বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ করেন যে, মানসিক বিপর্যয়ের জেরে ওই ছাত্রী আত্মঘাতী হয়েছেন। এই ঘটনায় দু’জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তাঁদের এক জন বিশ্ববিদ্যালয়েরই দৃষ্টিহীন ছাত্র। অন্য জন গবেষক এবং তিনিও দৃষ্টিহীন। তবে সেই গবেষক রাজ্যের বাইরে থাকেন। বিষয়টি নিয়ে মাল থানাতেও ছাত্রীর পরিবার অভিযোগ দায়ের করেছে।