kolkata

1 year ago

West Bengal Police Recrutment:রাজ্য পুলিশে এসআই পদে প্রচুর নিয়োগ, বিজ্ঞপ্তি জারি নবান্নর

Nabanna
Nabanna

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য পুলিশে এস আই বা সাব ইন্সপেক্টর পদে প্রচুর নিয়োগ করবে রাজ্য৷ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বৃহস্পতিবার নবান্নের তরফে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।জানানো হয়েছে, নতুন করে ৫২৯টি এসআই পদ তৈরি হয়েছে। রাজ্যের ১২৭টি থানা, ৩৫টি সাইবার ক্রাইম থানা এবং ৪০টি বড় থানায় (হাই লোডেড পুলিশ স্টেশন) নতুন নিয়োগ করা হবে। 

 রাজ্য পুলিশে নতুন করে ১০৫৮টি এসআই পদ তৈরির প্রস্তাব দেওয়া হয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখে ৫২৯টি এসআই পদ তৈরির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৫৩টি এসআই পদ তৈরি করা হয়েছে রাজ্যের ১২৭টি থানা এলাকায়। ১২৫টি পদ তৈরি করা হয়েছে ৩৫টি সাইবার ক্রাইম থানার অধীনে। একইভাবে রাজ্যের ৪০টি বড় থানা এলাকায় ৫১টি এসআই পদ তৈরি করা হল।  

চলতি বছরের শুরুতে রাজ্যে ১২ হাজার কনস্টেবল নিয়োগের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রূপান্তরকামীদের জন্যও পুলিশে সুযোগ রয়েছে। ১২ হাজার পদের মধ্যে মহিলা কনস্টেবলের জন্য সংরক্ষিত থাকছে ৩৬০০টি পদ। বাকি ৮৪০০ পদে নিয়োগের প্রক্রিয়ায় রূপান্তরকামীরাও আবেদন করতে পারবেন। তাঁদের জন্য পৃথক ভাবে কোনও সংরক্ষিত আসন থাকবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষায় তাঁদের জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের মতো সমান ভাবে মূল্যায়ন করা হবে। 

সবথেকে বেশি শূন্যপদ তৈরি করা হয়েছে রাজ্যের সাধারণ থানার জন্য। ১২৭টি থানার জন্য নয়া ৩৫৩টি সাব-ইনস্পেক্টরের পদ তৈরি করা হয়েছে। অর্থাৎ যে ৫২৯ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে, তাঁদের মধ্যে ৩৫৩ জনকে পাঠানো হবে সাধারণ থানায়। 

বড় থানার জন্য ৫১ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করা হবে। তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তের ৪০টি থানায় পাঠানো হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

রাজ্যের বিভিন্ন সাইবার ক্রাইম থানারও শক্তি বাড়ানো হচ্ছে। যখন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাইবার অপরাধের ঘটনা বাড়ছে, তখন সাইবার ক্রাইম থানার জন্য ১২৫ জন সাব-ইনস্পেক্টরকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৫টি থানায় তাঁদের পাঠানো হবে।অর্থাৎ প্রতিটি থানায় গড়ে তিনের বেশি নতুন সাব-ইনস্পেক্টর নিয়োগ করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। 

You might also like!