Country

2 hours ago

Uttar Pradesh Anti-Terrorism : বড় সাফল্য পেল ইউপি এটিএস, ৪ সন্দেহভাজন গ্রেফতার

Uttar Pradesh Anti-Terrorism (symbolic picture)
Uttar Pradesh Anti-Terrorism (symbolic picture)

 

লখনউ, ৩০ সেপ্টেম্বর : উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড বড়সড় সাফল্য পেল। জিহাদের মাধ্যমে নির্বাচিত সরকার পতনের ষড়যন্ত্র, হিন্দু ধর্মীয় নেতাদের হত্যা প্রভৃতি ষড়যন্ত্রের জন্য মুজাহিদিন আর্মি নামে একটি উগ্রপন্থী সংগঠন তৈরির চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে। এটিএস আধিকারিকদের মতে, এই দলটি হিংসা কর্মকাণ্ডের জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে লোক নিয়োগের চেষ্টা করছিল।তারা উগ্রপন্থী কর্মকাণ্ডের জন্য মুজাহিদিন আর্মি নামে একটি সংগঠনও গঠন করতে চেয়েছিল। ধৃতরা হল - সুলতানপুরের বাসিন্দা আকমল রাজা, সোনভদ্রের সাফিল সালমানি ওরফে আলী রাজভি, কানপুরের মোহাম্মদ তৌসিফ এবং রামপুরের বাসিন্দা কাসিম আলী। এটিএস জানিয়েছে, হিংসাত্মক জিহাদের মাধ্যমে ভারতে "গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত" করার এবং অস্ত্র হাতে শরিয়া আইন জারি করার পরিকল্পনা করছিল ধৃতরা।


You might also like!