কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: আগামী ২ মার্চ পর্যন্ত মূলত শুষ্কই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩-৪ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙ-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মহানগরী কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মনোরমই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, ৩ মার্চের পর পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিও আগামী কিছু দিন শুষ্ক থাকবে। শুধুমাত্র ২ ও ৩ মার্চ নাগাদ দার্জিলিং ও কালিম্পঙ-এর পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে।