kolkata

1 year ago

Weather forecast: ২ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গ, মনোরমই থাকবে তিলোত্তমার আবহাওয়া

South Bengal will be mostly dry till March 2, Tilottma weather will be pleasant
South Bengal will be mostly dry till March 2, Tilottma weather will be pleasant

 

কলকাতা, ২৯ ফেব্রুয়ারি: আগামী ২ মার্চ পর্যন্ত মূলত শুষ্কই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ৩-৪ দিন শুষ্ক আবহাওয়া থাকবে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙ-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে মহানগরী কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে মনোরমই। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২ মার্চ পর্যন্ত মূলত শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া, ৩ মার্চের পর পশ্চিমের জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিও আগামী কিছু দিন শুষ্ক থাকবে। শুধুমাত্র ২ ও ৩ মার্চ নাগাদ দার্জিলিং ও কালিম্পঙ-এর পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে।


You might also like!