কলকাতা, ২৪ ফেব্রুয়ারি : উত্তর ২৪ পরগনার সন্দেশখালির ঘটনায় ফের একবার রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। সুকান্তের মতে, এটা পরিষ্কার, কিছু একটা তো লুকানো হচ্ছে।
শনিবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেছেন, "তারা এমন কিছু লুকানোর চেষ্টা করছে, যা প্রকাশ্যে এলে তাঁদের সমস্যা হবে। সুতরাং, সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না - শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং পুলিশ সেখানে যেতে পারবে। পুলিশের উপস্থিতিতে নৃশংসতা হওয়ায়, পুলিশকে দেখে জনসাধারণ উত্তেজিত হয়ে পড়ছে।"
দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল, অথচ এখনও অশান্তির আগুন নেভেনি সনদেশখালিতে। বিজেপি, কংগ্রেস ও সিপিআই (এম)-সহ কোনও দলকেই সেখানে যেতে দেওয়া হচ্ছে না। স্থানীয় মানুষজনও প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন।