Country

1 hour ago

Amit Shah: পুজোর উৎসবে শোভা পেল শাহের বার্তা, মায়ের কাছে চাইলেন দেশের জন্য সুযোগ

Amit Shah
Amit Shah

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মহালয়ার আগে থেকেই উৎসবের মেজাজ ছড়িয়ে পড়েছে বাংলার রাস্তায়। শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃষ্টি মাথায় নিয়েও প্যান্ডেল হপিং করেছেন তিনি, ঘুরে দেখেছেন পুজো মণ্ডপ। মঞ্চ থেকে অমিত শাহ বলেন, “মায়ের কাছে প্রার্থনা করেছি, এবার বিধানসভা নির্বাচনের পর বাংলায় এমন সরকার গঠন হোক যাতে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়।” শুধু রাজনৈতিক বার্তা নয়, বাংলার অস্মিতাতেও তিনি দিয়েছেন শ্রদ্ধা এবং বিশেষ গুরুত্ব।

সকালে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক সেরেই সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপে পৌঁছান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জয় শ্রী রাম, ভারত মাতা কী জয়—এই স্লোগানে তাকে স্বাগত জানান উপস্থিতরা। মণ্ডপ ঘুরে দেখার পাশাপাশি মায়ের পুজো এবং আরতিও করেন তিনি।

মঞ্চ থেকে শাহের দাবি, “বাংলার শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান অবিস্মরণীয়। শুধু বাংলা নয়, গোটা দেশে শিক্ষার অগ্রগতি এবং নারী শিক্ষার প্রসারে তাঁর জীবন উৎসর্গ সত্যিই প্রশংসনীয়। আজ আমি এবং বিজেপির কোটি কোটি কর্মী তাকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি।”

You might also like!